উদ্বোধনী যাত্রাতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী অ্যামট্র্যাক ট্রেন। এতে ৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সোমবার সকালে ট্রেনটির বেশ কয়েকটি কম্পার্টমেন্ট লাইনচ্যুত হয়ে নিচের সড়কে পড়ে যায়। এতে রাস্তায় থাকা অন্তত ৭টি যানবাহন চাপা পড়ে। ট্রেনটি সিয়াটল থেকে পোর্টল্যান্ডের যাচ্ছিল। এ সময় ট্রেনে ৭৭ যাত্রী এবং ৭ জন ক্র ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এর আগে অ্যামট্র্যাক ট্রেন মালামাল পরিবহনে ব্যবহার করা হতো। সোমবারই যাত্রীবাহী ট্রেন হিসেবে যাত্রা শুরু হয় অ্যামট্রাকের।
Leave a reply