২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে চায় সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক সেমিনারে একথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানের শুরুতেই ‘দ্যা ইকোনিমিক্স অব টোবাকো ট্যাক্সেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়। তামাকের দাম বাড়িয়ে রাজস্ব আদায়ের পাশাপাশি, কিভাবে ব্যবহার কমানো যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা।
বিশেষজ্ঞদের কাছ থেকে আসা সুপারিশগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান পরিকল্পনামন্ত্রী।
Leave a reply