ফেনীর নুসরাত রাফী হত্যাকাণ্ডের দ্রুত বিচার রায় এবং এই মামলায় নুসরাতের আইনজীবীর কোন সম্মানি গ্রহণ না করা দেশের বিচার ব্যবস্থায় নতুন উদাহরণ সৃষ্টি করেছে, এ মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী স ম রেজাউল করিম।
সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিচারহীনতার বা দীর্ঘসূত্রিতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলের লোককেও ছাড় দিচ্ছেন না। এতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।
এসময় তিনি সকল আইনজীবীকে দেশের মানুষকে সঠিক আইনী সহয়তা প্রদানের পরামর্শ দেন।
Leave a reply