রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা করতে বাংলাদেশ সফর করছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
গতরাতে ঢাকায় পৌঁছানো তুর্কী প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিন দিনের বাংলাদেশ সফর শুরু করেন। ৯টা ৫৫ মিনিটে সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের জন্য রাখা বইয়ে সাক্ষর করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন তুর্কী প্রধানমন্ত্রী।
স্মৃতিসৌধ থেকে ফিরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তুরস্কের প্রধানমন্ত্রী। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন তুর্কি প্রধানমন্ত্রী। পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন তিনি।
এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী ইয়ালদিরিম। সেখানে তুরস্কের অর্থায়নে নির্মিত ক্যানসার ইউনিটের উদ্বোধন করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিমসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। তুর্কী প্রধানমন্ত্রীর কাল সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।
Leave a reply