রাশিয়ার পূর্বাঞ্চলে এক সেনাসদস্য এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করেছে ৮ সহকর্মীকে। শুক্রবারের ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, গোর্নি গ্রামের সেনাচৌকিতে সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ এ হামলা হয়। হামলাকারী সেনাসদস্য রামিল সামসুতিনভ বর্তমানে নিরাপত্তা হেফাজতে রয়েছেন।
প্রাথমিক তদন্তে বলা হয়, মানসিক ভারসাম্যহীনতা থেকেই এ আক্রমণ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও, তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি গোয়েন্দা দল কাজ করছে ঘটনাস্থলে। রাশিয়ায় ১৮-২৭ বছর বয়সী পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। অনেকেই নিতে পারেন না জোরপূবর্ক দেয়া এ মানসিক চাপ।
Leave a reply