জার্মানিতে জোট সরকার গঠনে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি এসপিডি’র সাথে চূড়ান্ত আলোচনা শুরু করেছে ক্ষমতাসীন অ্যাঙ্গেলা মার্কেলের জোট সিডিইউ-সিএসইউ। মার্কেলের আশাবাদ জানুয়ারির মাঝামাঝি সরকার গঠন সম্ভব হবে দেশটিতে।
নির্বাচনের ফলে দ্বিতীয় অবস্থানে থাকা এসপিডি বিরোধী দলে থাকতে চাইলেও সম্প্রতি জোট সরকার গঠনে আলোচনায় আগ্রহী হয় তারা। এখন চূড়ান্ত দফায় আলোচনা শুরু হয়েছে দু’পক্ষের। মধ্য জানুয়ারি নাগাদ সরকার গঠনেরও আভাস দেন মার্কেল। তবে অভ্যন্তরীণ রাজনীতি ও ইউরোপীয় ইস্যুতে এখনও আলোচনা বাকি রয়েছে দু’পক্ষের। যা সরকার গঠনের আগেই সম্মত হবে বলে আশা করছেন মার্কেল।
গেলো সেপ্টেম্বরে জামার্নীর জাতীয় নির্বাচনের পর মার্কেলের জোট সিডিই-সিএসইউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শুরু হয় জোট সরকার গঠনের উদ্যোগ। এফডিপি ও গ্রিন পার্টির সাথে তারা আলোচনা শুরু করলেও মতানৈক্য দেখা দেয়ায় ভেস্তে যায় সে উদ্যোগ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply