বিশ্বকাপটা কেটেছিল ফর্মহীন। এরপর সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব করেন। সেখানেও ব্যর্থ হন তামিম। শুভানুধ্যায়ীদের পরামর্শ মেনে এরপর ঘরের মাঠে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে স্বেচ্ছায় বিরতি দিয়েছিলেন। ভারত সফর দিয়েই ফিরবেন তামিম এমনটাই ছিল ভক্তদের ধারণা। কিন্তু ভারত সফরেও যাচ্ছেন না টাইগার ওপেনার তামিম ইকবাল।
ইনজুরির কারণে কিছুদিন আগে থেকেই অনিশ্চিত ছিল তামিমের ভারত সফর। পাশাপাশি, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় এই সময়টাতে পরিবারের পাশেই থাকতে চেয়েছিলেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই সফর থেকে সরে দাঁড়ালেন। এ সময়টাতে পরিবারের পাশেই থাকতে চেয়েছিলেন তিনি। স্ত্রীর কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত নিতে দেরি করছিলেন।
তামিমের বদলে দলে ডাক পেতে পারেন ইমরুল কায়েস। অভিজ্ঞতা এবং জাতীয় ক্রিকেট লিগের পারফরমেন্সের বিবেচনায় টি-টুয়েন্টি এবং টেস্ট- দুই সিরিজেই বাংলাদেশের ইনিংসের সূচনা করতে পারেন তিনি। ক্রিকেট বোর্ডও তাকে স্ট্যান্ডবাই রেখেছিল।
Leave a reply