চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল রিমা কমিউনিটি সেন্টার পরিদর্শন করে পুলিশ সদস্যরা। এসময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। গতকাল রাতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে, সোমবার রাতে ময়না তদন্ত শেষে দুর্ঘটনায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য মেডিকেলে বিক্ষোভ করেন স্বজনরা। বিষয়টি নিয়ে আলোচনায় বসেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে, চট্টগ্রাম মেডিকেল এসোসিয়েশনের সেক্রেটারি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply