বরের মুখ শুঁকবে ২৫ জন, মদের গন্ধ পেলে বিয়ে বাতিল

|

বিয়ের আগে মুখে শুঁকবে পরিবার ও গ্রামের কমপক্ষে ২৫ জন মানুষ। যদি মুখে মদের গন্ধ পাওয়া যায় তাহলেই বিয়ে বাতিল। সাথে সাথে দিতে হবে এক লক্ষ টাকা জরিমানা। এই নিয়ম রয়েছে ভঅরতের গুজরাটের গান্ধীনগর জেলার কালোল এলাকার পিয়াজ গ্রামে।

জানা গেছে, পিয়াজ গ্রামে মূলত ঠাকোর সম্প্রদায়ের মানুষের বাস। কয়েক বছর আগে মদ খেয়ে এই গ্রামের ১৫ জন যুবক মারা যান। তারপর থেকেই কোনও মদ্যপের সঙ্গে গ্রামবাসীরা সম্পর্ক রাখবেন না বলে স্থির করেন। তাই তারপর থেকে কোনও পরিবারে কোন অনুষ্ঠানে অতিথিরা এলে তাঁদের মুখ শোঁকেন কমপক্ষে ২৫ জন আত্মীয়। মদের গন্ধ না থাকলে অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়। শুধু তাই নয়, বিয়ের আগেও বরের মুখ শুঁকে দেখেন মেয়ের বাড়ির কমপক্ষে ২৫ জন সদস্য। মদের গন্ধ পেলে বিয়ে বাতিল হয়।

এই প্রথা চালু হওয়ার পরেই বদলে যায় পুরো ছবিটা। এখন ওই গ্রামে কোনও মদ্যপের আনাগোনা নেই বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply