ভারতের মহারাষ্ট্রে মুখোমুখি বিজেপি-শিবসেনা

|

ভারতের মহারাষ্ট্রে সরকার গঠন ইস্যুতে আজ রাজ্য গর্ভনরের সাথে আলাদা বৈঠক করবে বিজেপি-শিবসেনা।

মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দলদুটির মধ্যে চলছে কোন্দল। বিজেপি বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা করেছিলো দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসবেন দেবেন্দ্র ফড়নাবিজ। কিন্তু, ফল ঘোষণার পর, দলটির ভাগ্যে জোটে ১০৫ আসন; অন্যদিকে শরিক শিবসেনা পায় ৫৬ আসনে জয়।

এরপরই, বেঁকে বসেন কট্টর হিন্দুবাদী দলটির প্রধান উদ্ভব ঠাকরে। জানান, ক্ষমতায় যেতে চাইলে ফিফটি-ফিফটি ফর্মূলায় আসতে হবে বিজেপিকে। সেক্ষেত্রে, মুখ্যমন্ত্রী হবেন ঠাকরে পরিবারের তৃতীয় প্রজন্ম ২৯ বছরের আদিত্য।

আর এ বিষয়টির ফয়সালা করতে, বুধবার মুখোমুখি বৈঠক হতে পারে উদ্ভব ঠাকরে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ’র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply