গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের কারণে ১৪ দলের শরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে উল্লেখ করে সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
গতকাল রোববার (২৭ অক্টোবর) ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে লেখা নিজের ব্যাখ্যামূলক এক চিঠিতে এই দুঃখ প্রকাশ করেছেন মেনন।
গত ১৯ অক্টোবর বরিশালের অশ্বিনীকুমার টাউন হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’
জাতীয় নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ১৪ দলের কারণ দর্শানো চিঠির জবাব দিয়ে মেনন বলেছেন,বরিশালে দেওয়া বক্তব্য সম্পর্কে জাতীয় ও ১৪ দলের রাজনীতিতে ভুল বার্তা গেছে। ওই বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশবিশেষ উত্থাপন করায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছুটা অতিশয় উক্তিও হয়েছে। এর ফলে শরিকদের কারও মনে যদি কোনো সংশয়, বিভ্রান্তি তৈরি হয়ে থাকে এবং এর জন্য কেউ ক্ষুব্ধ হলে, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেছেন, ১৪ দলে ছিলেন, আছেন। ১৪ দলকে তিনি ধারণ করেন।
রাশেদ খান মেনন তাঁর ব্যাখ্যায় ছয়টি বিষয় তুলে ধরেছেন।
Leave a reply