সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অবশ্য ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি বিমানবাহিনী।
আজ মঙ্গলবার বোরকান-২ নামের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। সৌদি নেতৃত্বে থাকা যৌথ বাহিনীর বরাত দিয়ে আল-আরাবিয়া টিভি এ খবর দিয়েছে।
হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তর-পূর্ব অংশের ইয়ামামা প্যালেস লক্ষ্য করে ছুঁড়েছিল। সেটি ভূপাতিত করে সৌদি বিমানবাহিনী। গত মাসেও ঠিক এমন একটি ক্ষেপণাস্ত্র রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং রিয়াদের আকাশ ধোঁয়ায় ছেয়ে যেতে দেখেছেন। বিস্ফোরণের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এসেছে।
Leave a reply