মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) গুলিতে নুর মোহাম্মদ (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত নুর মোহাম্মদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র। এসময় আবুল কালাম (৩০) নামের আরো এক জেলে আহত হয়েছে। সে ওই এলাকার বক্তার আহমদের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তের নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘ওই গ্রামের পার্শ্ববর্তী নাফ নদীতে নিহত জেলে নুর মোহাম্মদ মাছ ধরতে যান। এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা অতর্কিতভাবে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় নুর। এসময় আবুল কালাম নামের আরো এক জেলে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ নিহত নুর মোহাম্মদের মৃতদেহ উদ্ধার করেছে।
টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তে একজন বাংলাদেশি জেলে নিহত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। এ ঘটনায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ লিপি পাঠিয়ে বিষয়টির কারণ জানতে চাওয়া হবে।
Leave a reply