আইনগত বিষয় বিশ্লেষণ করে সাকিব আল হাসানের শাস্তি কমানোর উদ্যোগ নেবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
গণমাধ্যমকর্মীদের নিজামউদ্দিন চৌধুরী জানান, সাকিবের বিষয়ে বিসিবির করণীয় সীমিত। কারণ, সে ঘটনা স্বীকার করেছে। ফলে একটা তালিকার মধ্যে চলে গেছে ও। তবুও আমরা এটা দেখবো। আইনি বিষয়গুলো নিয়ে কাজ করব। ইতিমধ্যে আমাদের আইন বিভাগের (লিগ্যাল কমিটি) সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে কোনো সুযোগ থাকলে ওয়ার্কআউট করব। প্রয়োজনে লিগ্যাল অ্যাডভাইজরি নিয়োগ দেবো।
তিনি বলেন, সাকিবের শাস্তি নিশ্চিত কমবে এটা বলা যাচ্ছে না। এ বিষয়ে প্রথমে সবার সঙ্গে যৌক্তিক আলোচনা করব আমরা। এর পর কোনো পথ খোলা থাকলে সেটি অনুসরণ করব। এ মুহূর্তে এর চেয়ে বেশি মন্তব্য করা ঠিক হবে না।
ম্যাচ ফিক্সিং নিয়ে জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সাকিবকে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি। যদিও প্রথমে নিষেধাজ্ঞাটা ছিল দুই বছর। তবে তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর শিথিল হয়। এ সময়ে ফের অপরাধ করলে আগের শাস্তি বহাল থাকবে তার।
Leave a reply