কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’ বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে নাইমুল আবরার নামের এক শিক্ষার্থী।
নিহত আবরার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্লাস নাইনের শিক্ষার্থী।
শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ দুর্ঘটনা ঘটে। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানস্থলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক অনুষ্ঠানস্থলে স্থাপিত জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নাইমুল আবরারের মর্মান্তিক মৃত্যুর খবর জানিয়ে আনিসুল হক বলেছেন, আমার জীবনে এর চেয়ে মর্মান্তিক খবর আমি আর পাই নাই। আমি এখন হাসপাতালে আছি। প্রিন্সিপাল স্যার আছেন। নাইমুল আবরারের বাবা-মা এবং আত্মীয়রা আছেন। আমি ও কিশোর আলো আজীবন আবারের পরিবারের সঙ্গে থাকবো। যদিও এই অপূরণীয় ক্ষতি কিছুতেই পূরণ হবে না। আমি কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় আছি। নাইমুল আবরারের জন্য দোয়া করছি।
Leave a reply