জম্মু-কাশ্মিরের পরিস্থিতি স্থিতিশীল নয়: অ্যাঙ্গেলা মার্কেল

|

জম্মু-কাশ্মিরের বর্তমান পরিস্থিতি মোটেও স্থিতিশীল নয়, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে দরকার ব্যপক পরিবর্তন। ভারত সফরে এ মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে জার্মান গণমাধ্যমকে এ কথা জানান মার্কেল।

মার্কেল বলেন, জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বিলোপের পর থেকেই অঞ্চলটির পরিস্থিতির অবনতি হয়েছে। ৩ দিনের সফরে পঞ্চম আন্ত-সরকারি আলোচনায় যোগ দেবেন তিনি। শুক্রবার দু’নেতার বৈঠকে, মেধাসত্ত্ব ও কৃষি অংশীদারিত্ব সহ ১১টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়। দু’পক্ষের আলোচনায় গুরুত্ব পায় বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা ও জলবায়ু ইস্যু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply