সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৩

|

সিরিয়ায় তুরস্কের সীমান্তবর্তী তাল আবিয়াদ শহরে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ১৩ জন বেসামরিক মানুষের। আহত হয়েছে আরও ৩০ জন। শনিবারের এ হামলার জন্য তুরস্ক-ভিত্তিক নিষিদ্ধঘোষিত কুর্দি সংগঠন পিকেকে-কে দায়ি করেছে আঙ্কারা।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা- এসওএইচআর জানিয়েছে, হতাহতদের মধ্যে তুর্কি সেনারাও আছে। গেল মাসে সিরীয় ভূখণ্ডে তুরস্কের সেনা অভিযানে পুনরুদ্ধার হওয়া বেশ কয়েকটি কুর্দি নিয়ন্ত্রিত শহরের অন্যতম তাল আবিয়াদ। তুরস্কের দাবি- প্রতিহিংসার জেরেই এ হামলা চালিয়েছে কুর্দিরা। তাল আবিয়াদ থেকে রাস আল-আইন পর্যন্ত ‘নিরাপদ এলাকা’ ঘোষণা এবং অস্ত্রবিরতি কার্যকরে, গেল ১৭ অক্টোবর চুক্তিবদ্ধ হয় তুরস্ক ও যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply