ওভারটেকের সময় ট্রাকের ধাক্কায় বাসযাত্রীর হাত বিচ্ছিন্ন

|

বগুড়া ব্যুরো
বগুড়ায় বাসের গা ঘেঁষে ওভারটেক করা ট্রাকের ধাক্কায় হাত হারালেন এক পোশাকশ্রমিক। রোববার বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই নারী শ্রমিক ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, মাকসুদা বেগম নামের ওই নারী পোশাকশ্রমিক মা রিজিয়া পরিবহণ নামের একটি বাসে চেপে বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে ঢাকার পথে রওনা হয়েছিলেন। বাসটি শেরপুর উপজেলার রাজাপুর এলাকা পার হবার সময় একটি ট্রাক বাসটিকে ওভারটেক করছিলো। এসময় ট্রাকটির ধাক্কায় মাকসুদার ডান হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাকসুদার স্বজনরা জানান, তার গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার ডোনমনপুকুর গ্রামে। গত সপ্তাহে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষে রোববার বিকেলে তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে ঢাকায় ফেরার জন্য বাসে উঠেছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply