সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ায় বরখাস্ত হলেন বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ ইস্টারব্রুক।
বিবিসির বরাতে জানা যায়, প্রতিষ্ঠানটির সিইও তার এই সম্পর্কের ব্যাপারে কর্মীদের কাছে একটি মেইল প্রেরণ করেন। সেখানে জানান, সম্পর্কটি তাদের দু’জনের সম্মতিতে হলেও তা প্রতিষ্ঠানের নীতি বহির্ভূত বলে স্বীকার করেন।
মেইল বার্তায় ইস্টারব্রুক বলেন, ‘প্রতিষ্ঠানের যে মূল্যবোধ রয়েছে, এতে আমি বোর্ডের সঙ্গে একমত যে আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে।’
মার্কিন এই ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড জানায়, সিইও স্টিভ ইস্টারব্রুক ‘প্রতিষ্ঠানের নীতি ভঙ্গ’ করেছেন এবং ‘সিদ্ধান্ত গ্রহণে অদক্ষতার’ পরিচয় দিয়েছেন।
প্রতিষ্ঠানের নীতির বিরুদ্ধে গিয়ে এভাবে কর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপনের কারণে গত বছর ইনটেলের সিইও ব্রায়ান ক্রেজানিচকে পদত্যাগ করতে হয়েছিল।
Leave a reply