শুভ জন্মদিন ‘প্লেব্যাক সম্রাট’

|

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ‘প্লেব্যাক সম্রাট’-খ্যাত অসংখ্য কালজয়ী গানের শিল্পী এন্ড্রু কিশোরের ৬৪তম জন্মদিন আজ।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গেড়েছেন তিনি।

১৯৫৫ সালের ৪ নভেম্বর প্রতিভাধর এই সঙ্গীতশিল্পী রাজশাহীতে জন্মগ্রহন করেন। সেখানেই তার বেড়ে উঠা। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী কখনই জন্মদিনে বিশেষ কিছু করেন না।

বর্তমানে সুদূর সিঙ্গাপুরে চলছে ক্যান্সার আক্রান্ত এন্ড্রু কিশোরের চিকিৎসা। গত ১১ সেপ্টেম্বর থেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সেখানে ১৮টি কেমোথেরাপি দিতে হবে তাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply