ব্যাংক ঋণের উচ্চ সুদহার দুঃশ্চিন্তার বিষয়; এ নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে, সচিবালয়ে বিজিএমইএ’র নেতাদের সাথে সভা শেষে একখা বলেন তিনি।
এসময়, নগদ সহায়তার ব্যাপারে এনবিআর আশ্বাস দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সবাই মিলে শিল্পের সংকট সমাধানে কাজ করতে হবে। সভায় প্রণোদনার অর্থ করের আওতামুক্ত রাখার আহ্বান জানান পোশাক খাতের উদ্যোক্তারা। রফতানিতে ১ শতাংশ নগদ সহায়তা প্রদান, রফতানি আয়ের ২৫ শতাংশ, ডলারের বিনিময় হারের চেয়ে ৫ টাকা বেশি দেয়ার দাবি জানায় বিজিএমইএ।
সংগঠনের নেতারা জানান, গত ৪ মাসে রফতানি প্রবৃদ্ধি কমেছে ৬ দশমিক ছয় শতাংশ। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ হয়েছে ৫৯টি, কর্মহীন হয়েছেন ২৯ হাজার ৭০০ শ্রমিক।
Leave a reply