বঙ্গোপসাগরে মাদার ভেসেলের ধাক্কায় ফিশিং জাহাজ ‘মিন সন্ধানী’ ডুবে অন্তত তিন জন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।
সোমবার রাত ১টার দিকে সেন্টমার্টিনস থেকে বিশ মাইল পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
রাত ১টার দিকে সেন্টমার্টিনস থেকে বিশ মাইল পশ্চিমে বঙ্গোপসাগরে একটি মাদার ভেসেলের ধাক্কায় ২৬ জন মাঝিমাল্লা নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘অপরাজেয়’ এবং কোস্ট গার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে যায়।
অন্যান্য ফিশিং বোটের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ফিশিং জাহাজের ৮ জন মাঝিমাল্লা।
Leave a reply