স্টাফ রিপোর্টার, মাদারীপুর
বিআইডব্লিউটিয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ খননের ড্রেজারে ব্যবহৃত সরকারি ৫ হাজার ১’শ লিটার তেলসহ একজন চোরাকারবারিকে মাদারীপুর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার গভীর রাতে মাদারীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ও এএসআই আল-আমিনসহ কয়েকজনের বিশেষ একটি দল এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে শিবচরের পদ্মার চর এলাকা থেকে ড্রেজারে ব্যবহৃত ২৪ টি ড্রামে ৫ হাজার ১’শ লিটার ডিজেল তেল জব্দ করে। গ্রেফতারকৃত আবদুল করিম শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার চরচান্দ্রা হাসেম ফকিরের কান্দির মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে।
মাদারীপুর ডিবি পুলিশের ওসি আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল চোরাকাবারিদের সন্ধানে অভিযান পরিচালনা করি। শিবচরের পদ্মার চর এলাকা থেকে ২৪ টি ড্রামে ৫ হাজার ১’শ লিটার ডিজেল তেল জব্দ করি। এই চোরাকারবারির সাথে জড়িত আবদুল করিম হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
Leave a reply