বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদকে সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এমনটি দাবি করেন।
মন্ত্রী বলেন, এসপি হারুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের শিগগিরই তদন্ত করা হবে। এর আগে গত ৩ নভেম্বর পুলিশ সুপার এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের কাছ থেকে চাঁদা দাবি এবং তার স্ত্রী সন্তানকে তুলে আনার অভিযোগ ওঠে।
Leave a reply