ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়কে কেন্দ্র করে উত্তর প্রদেশে জারি রয়েছে ১৪৪ ধারা। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে রাজ্যের স্পর্শকাতর ৭৮টি এলাকায়।
শুধু কানপুরেই রয়েছে নিরাপত্তা বাহিনীর ৪ হাজার বাড়তি সদস্য। রাজ্যের প্রতিটি জেলার পরিস্থিতি আলাদাভাবে পর্যবেক্ষণে, লক্ষ্ণৌতে নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হচ্ছে। জরুরি প্রয়োজনে অযোধ্যা ও লক্ষ্ণৌতে স্ট্যান্ডবাই রয়েছে দুটো হেলিকপ্টার।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে রাজ্য পুলিশের মহা পরিচালক এবং মূখ্য সচিবের সাথে জরুরি বৈঠক করবেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
এছাড়া, রাতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে করবেন ভিডিও কনফারেন্স।
Leave a reply