পাবনা প্রতিনিধি :
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের কামাল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে টাঙ্গাইল থেকে।
নিহত কামাল পাকশীর চর রূপপুর সরদার পাড়ার মৃত জালাল সরদারের ছেলে। আজ শুক্রবার তার লাশ পাবনায় নিজ বাড়িতে এসে পৌছায়।
কামাল হোসেন গতবার পাকশী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত কামাল গত বুধবার জরুরী কাজে টাঙ্গাইলের মির্জাপুরে যান। পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই তার মোবাইল বন্ধ পান পরিবারের লোকজন। পরে বিকেলে মির্জাপুর থানার পুলিশের মাধ্যমে খবর আসে কামালের লাশ মির্জাপুর মহাসড়কের পাশে গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। কে বা কারা তাকে মেরেছে পুলিশ তা জানাতে পারেনি।
নিহত কামালের ছেলে কামরুজ্জামান বলেন, কী কারণে তার পিতাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জানা নেই।
এলাকার লোকজন জানান, নিহত কামাল ইতিপূর্বে টাঙ্গাইলের মির্জাপুরে পরিবারসহ বসবাস করতেন। সেখানকার পূর্বের বিরোধের ঘটনার কোন জেরের কারণে হয়তোবা হত্যাকাণ্ডটি হতে পারে বলে মনে করছেন অনেকেই।
Leave a reply