যে পাঁচ জেলাকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে

|

ঘূর্ণিঝড় বুলবুল প্রবল বেগে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। আজ সন্ধ্যা নাগাদ এটি খুলনা উপকূলে আঘাত হানবে। এসময় প্রচণ্ড বাতাসের সাথে থাকবে বৃষ্টি। ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ারও শঙ্কা রয়েছে।

আজ সকালে আবহাওয়া অফিস পাঁচটি জেলাকে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী।

৯ নম্বর বিপদ সংকেতের ব্যাখ্যায় বলা হয়েছে- বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার চেয়েও বেশি হতে পারে। এ বেলায় প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

এদিকে, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নিয়ে সরকার। উপকূলের মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে উপকূলের জেলাসমূহের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply