বাংলাদেশ উপকূলে পৌঁছেছে ঘূর্ণিঝড় বুলবুল’। ঝড়টি মধ্যরাতে খুলনা উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের দিকে এটি এগুচ্ছে ১৩ কিলোমিটার গতিতে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ব্রিফিংয়ে জানা গেছে, মূল ঘূর্ণিঝড় যখন বাংলাদেশে আঘাত হানবে তখন এর গাতিবেগ ১১০ থেকে ১৩০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। এছাড়া ক্রমান্বয়ে কমবে গতিবেগ।
ঘূর্ণিঝড়টি জোয়ারের সময় উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে উপকূলে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের শঙ্কাও আবহাওয়া অফিসের। এটি সুন্দরবনের ওপর দিয়ে অতিক্রম করবে বলেও জানানো হয়েছে।
ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপকূলীয় এলাকায় নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সাতক্ষীরায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল। স্থগিত করা হয়েছে আজ ও ১১ নভেম্বরের জেএসএসি ও জেডিসি পরীক্ষা।
Leave a reply