বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের মধ্যপাড়া এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঘূর্ণিঝড় বুল বুল আঘাত হানার রাতে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। কন্যা শিশুটির নাম রাখা হয়েছে বুলবুলি।
বর্তমানে কন্যা শিশুটি ও তার মা সুস্থ রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়দের তথ্য মতে মোংলার মিঠাখালি এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় চিংড়ী ঘের ব্যবসায়ী বায়জিদ শিকদারের স্ত্রী হনুফা বেগম একটি কন্যা সন্তান প্রসব করেছেন।
কন্যা শিশু ও তার মাকে মোংলা উপজেলা মেডিকেল টিম তাদের নিবিড় পর্যবেক্ষণ করছেন।
একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
Leave a reply