বুলবুলের প্রভাবে মোংলায় প্রবল ঝড়ো হাওয়া

|

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী এলাকায় বাতাসের তীব্রতা বাড়ছে সেই সাথে বাড়ছে বৃষ্টির পরিমাণও।

এছাড়া সাগরে জোয়ার শুরু হওয়ায় বাড়ছে জলোচ্ছাসের আশঙ্কাও।

ঘূর্ণিঝড়টির ভেতরে বাতাসের সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

মোংলা ও পায়রা বন্দরকে এখনও ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলের ৯টি জেলা এই সংকেতের আওতায় থাকবে।

একইভাবে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত থাকবে। আজ বিকালের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply