ঘূর্ণিঝড় বুলবুলের কেন্দ্র এখন বাংলাদেশ সীমানার খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটে অবস্থান করছে। ক্রমেই এটি মূল কেন্দ্র হতে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
তবে এখনও এটি প্রবল ঘুর্ণিঝড় হিসেবেই উপকূলের উপর দিয়ে বয়ে চলছে। সেইসাথে চট্রগ্রাম, কক্সবাজার এখনও ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবমুক্ত থাকলেও রোববার সকাল ১০ টার পর প্রভাব শুরু হতে পারে এসব অঞ্চলে।
একইসাথে জলোচ্ছ্বাসের আশঙ্কা এখনও আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মোংলা ও পায়রা বন্দরকে এখনও ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলের ৯টি জেলা এই সংকেতের আওতায় থাকবে।
একইভাবে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত থাকবে। আজ বিকালের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Leave a reply