কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
পরিবারের লোকজন ফরম ফিলাপের টাকা জোগার করতে না পারায় মাদারীপুরের কালকিনিতে নারায়ন মল্লিক(১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার সদানন্দ মল্লিকের ছেলে নারায়ন মল্লিক নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। ইতমধ্যেই শুরু হয়েছে ফরম ফিলাপ। পরীক্ষার ফরম ফিলাপ করার জন্য তার পরিবারের কাছে নারায়ন টাকা চান। কিন্তু তার পরিবার দরিদ্র হওয়ায় এ টাকা দিতে ব্যর্থ হন। এনিয়ে তার পরিবারের লোকজনের সাথে নারায়নের বাকবিতন্ডা হয়। এক পর্যায় নারায়ন অভিমান করে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নারায়নের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দন বলেন, ফরম ফিলাপের টাকা নিয়ে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব করে নারায়ন আত্মহত্যা করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply