স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ার বান্ধাবাড়িতে গাছ চাপা পড়ে ছেকেন হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ এবং সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে মতি কেগম (৬৫) নিহত হয়েছেন। জেলা প্রশাসন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গোপালগঞ্জের বিভিন্ন গ্রামে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে দুই শতাধিক কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা ভেঙ্গে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ক্ষেতের।
শনিবার রাত থেকে জেলার কোথাও বিদ্যুৎ সংযোগ নাই। গাছ পালা ভেঙ্গে পড়ে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী গাছপালা কেটে রাস্তা পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে।
Leave a reply