ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। রোববার স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে জানায় রাজ্য কর্তৃপক্ষ।
ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-চব্বিশ পরগনা জেলা। এছাড়া, উত্তর-চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরও ঘূর্ণিঝড়ের কবলে লণ্ডভণ্ড। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৬৫ হাজার মানুষ। ভেঙ্গে পড়েছে উপকূলীয় এলাকার কমপক্ষে ৬০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুতের অন্তত ৬৬টি সাব-স্টেশন; দু’হাজারের মতো মোবাইল টাওয়ার।
এরইমাঝে, বিপর্যয় মোকাবেলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দিয়েছেন সব ধরনের সাহায্যের আশ্বাস।
আজ থেকে দুর্গত এলাকা পর্যবেক্ষণে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
Leave a reply