স্পেনের সাধারণ নির্বাচনে ফের জয়ী ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি

|

স্পেনের সাধারণ নির্বাচনে আবারও জয়ী ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশচয়তা।

৩৫০ আসনের পার্লামেন্টে ১২০টি আসন পেয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল। ৮৮টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিরোধী কনজারভেটিভ পপুলার পার্টি। আগেরবারের তুলনায় প্রায় দ্বিগুন ভোট পেয়ে তৃতীয় অবস্থানে কট্টর ডানপন্থি ভক্স পার্টি। এককভাবে না হলেও সম্মিলিতভাবে সবচেয়ে বেশি ভোট ডানপন্থি দলগুলোর।

স্পেনে গত চার বছরে চতুর্থবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো রোববার। আগেরবারের তুলনায় ভোটার উপস্থিতি ছিল বেশ কম। নতুন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে সোশ্যালিস্ট পার্টি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, নির্বাচনে জয়ী হয়েছি। এবার দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সব চেষ্টাই করবো। সব দলের জন্যই আলোচনার দরজা খোলা। সবার অংশগ্রহণে গণতান্ত্রিক সরকার গঠন করতে চাই। সে লক্ষ্যেই কাজ করছি।>>


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply