গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলে-এর আঘাতে ভেঙ্গে যাওয়া ঝুলে থাকা গাছের ডাল পড়ে সাথী বৈদ্য (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ নিয়ে এ জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শিশু ও নারীসহ ৩ জনের প্রাণ হারায়।
আজ সোমবার বেলা ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সে একই উপজেলার কান্দি গ্রামের সুখরঞ্জন বৈদ্যর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে সাথী বৈদ্য নামে ওই শিশু খেলাধুলা করার সময় গাছের ভেঙ্গে ঝুলে থাকা ডাল পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলে বান্ধাবাড়ী গ্রামে সেকেন হাওলাদার নামে এক বৃদ্ধ ও কান্দি গ্রামে সাথী বৈদ্য নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের বাবন কাজীর স্ত্রী মাজু বিবি নামে এক বৃদ্ধা নিহত হয় বলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।
Leave a reply