কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়ন কর্তৃক প্রায় দুই কোটি টাকার মূল্যের আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবি-২২ব্যাটালিয়ন ক্যাম্পাসে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ-এএফডব্লিউ.পিএসসি। কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ জামাল হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিজিবি রংপুর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল আবু জাহিদ সিদ্দিকী-পিএসসি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী,পুলিশ সুপার মহিবুল ইসলাম খান,সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।
২০১৫ সালের ১ জানুয়ারি হতে ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল ১০ হাজার ৬১৩ টি বোতল। মদ ৭হাজার ৬৫৮টি বোতল মদ। ৭০২ কেজি ৬৮ গ্রাম গাঁজা।
এসময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ বিভিন্ন শিক্ষার্থীগণের উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
Leave a reply