প্রতিটি শহরে হবে গরু হোস্টেল, খাওয়া যাবে খাঁটি দুধ

|

খাঁটি দুধ পাওয়া এখন বেশ দুষ্করই বলতে হবে। বিশেষ করে শহুরে লোকজনের জন্য তো বটেই। শহরবাসী মানুষদের এমন সমস্যা সমাধানে উদ্যোগ নিতে যাচ্ছে ভারত সরকার।

ভারতের নবগঠিত জাতীয় গরু কমিশন (কামধেনু আয়োগ) দেশটির সরকারের কাছে প্রস্তাব করেছে প্রতিটি শহর বা শহুরে অঞ্চলে ১০ থেকে ১৫টি বিশেষ জায়গা বরাদ্দ দেয়ার।

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের কাছে এমন প্রস্তাব পাঠানো হয়েছে। বিশেষভাবে বরাদ্দকৃত এসব জায়গা খোলা হবে গরু হোস্টেল। কেউ একটি গাভী পালতে চাইলে তিনি সেটি কিনে সেই হোস্টেলে রাখবেন। এজন্য তাকে কিছু ফি দিতে হবে হোস্টেল কর্তৃপক্ষকে।

কিন্তু গাভীটি থেকে প্রাপ্ত সব সুবিধা গাভীর মালিক ভোগ করতে পারবেন। যেমন দুধ নিতে পারবেন, বাচ্চার মালিকানা পাবেন।

অর্থাৎ শহরে থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও জায়গার অভাবে গরু লালন পালন থেকে বঞ্চিত হওয়া লাগবে না আর।

গরু কমিশনের চেয়ারম্যান ভল্লবভাই কাতিরিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন গরু হোস্টেল নির্মাণের বিষয়ে নির্দেশনা চেয়ে তিনি ইতোমধ্যে নগর পরিকল্পনা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন।

এছাড়া কয়েকটি রাজ্য সরকারকেও তিনি চিঠি পাঠিয়েছেন বলেও জানান। কাতিরিয়া জানান ইতোমধ্যে গুজারাটের কিছু এলাকায় এই ধরনের গরু হোস্টেল প্রকল্প সফলভাবে পরীক্ষা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply