রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ডসহ দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের রফিকুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
আজ বুধবার সকালে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবেদর মুখোমুখি হন তিনি। এ দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হলো।
এরআগে অনিয়মের অভিযোগের বিষয়ে গত ১৭ অক্টোবর দুদক কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়।
অনিয়ম বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে গত ১৯ মে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দু’টি তদন্ত কমিটি গঠন করে। দুই কমিটির তদন্তেই ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার অনিয়মের কথা উঠে আসে।
তদন্ত প্রতিবেদনে দুর্নীতির জন্য ৩৪ জন প্রকৌশলীকে দায়ী করা হয়।
Leave a reply