ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ২২ রান।
এই ম্যাচ দিয়ে আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হলো বাংলাদেশের।
শুরুতেই ইশান্ত শর্মা ও উমেশ যাদবে পেইস আর সুইংয়ে নাকাল সাদমান অনিক ও ইমরুল কায়েস। দলীয় ১২ রানে উমেশ যাদাভের শিকার হন ৬ রান করা ইমরুল। পরের ওভারে আরেক ওপেনার সাদমান অনিক ফেরেন ইশ্ন্তশর্মার বলে ৬ রানে।
এর আগে হলকারের ব্যাটিং সহায়ক উইকেটে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে ভুল করেননি মুমিনুল হক। দুই পেইসার আর দুই স্পিনার নিয়ে এই ম্যাচে দল সাজিয়েছে টাইগাররা।
একাদশে রয়েছেন ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি আর এবাদত হোসেন।
ভারতের একাদশে রয়েছেন রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতাশ্বার পুজারা, ভিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, হৃদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি আর উমেশ যাদব।
Leave a reply