প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না বলে হুশিয়ারী দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারী দেন। ৎ
মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া ইবতেদায়ী বিভাগে অংশগ্রহণ নেবে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন।
গত বছরের তুলনায় এবার ২ লাখ ২৩ হাজার পরীক্ষার্থী কমেছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।
Leave a reply