ইসলামের দাওয়াত এমন ভাবে দিতে হবে, যেন কেউ জঙ্গী-সন্ত্রাসী না হয়: গণপূর্তমন্ত্রী

|

পিরোজপুর প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ইসলামের দাওয়াত এমন ভাবে দিতে হবে, যেন কেউ জঙ্গী-সন্ত্রাসী না হয়। কোরআনে বা ইসলামের শরীয়া মোতাবেকে কোথাও নেই যে ধর্ম প্রতিষ্ঠা করতে জীবিত মানুষকে পুড়িয়ে মারতে হবে। বাংলাদেশের মাটিতে আর যেন বাংলা ভাইয়ের মত কোন ভাই না সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। ইসলাম রক্ষার নামে বা ইসলামী স্ট্রেট প্রতিষ্ঠার নামে জঙ্গী হওয়ার কেউ আহ্বান জানায় তাদের থেকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার সকালে পিরোজপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশন এবং জাতীয় ইমাম সমিতি আয়োজিত জঙ্গীবাদ, উগ্রবাদ, মাদক ও সন্ত্রাসবাদ সহ বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও আলেম সমাজের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম সাদ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশের বরিশাল বিভাগীয় ডি আই জি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা ইমাম সমিতির সভাপতি মো. ফারুক আব্দুল্লাহ, হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম জেলা জজশীপের আয়োজনে আদালত প্রাঙ্গনে ২০০৫ সালের ১৪ নভেম্বর সিরিজ বোমা হামলায় ঝালকাঠীর দুই বিচারক হত্যার স্বরণ সভায় অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply