কুয়াকাটায় মদসহ দুইজন আটক

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর চেক‌পো‌স্টে তল্লা‌শি চা‌লি‌য়ে দুই বোতল মদসহ দিলীপ কুমার ও মিজানুর রহমান লিটন‌কে আটক ক‌রে‌ছে ম‌হিপুর থানা পু‌লিশ। বৃহস্প‌তিবার বিকা‌লে তা‌দের‌কে আটক করা হয় ব‌লে ম‌হিপুর থানার ও‌সি মোঃ সো‌হেল আহ‌মেদ নি‌শ্চিত ক‌রেন।

তি‌নি জানান, একটি মোটরসাই‌কে‌ল কুয়াকাটা থে‌কে কলাপাড়া যা‌চ্ছিল। তখন ওই মোটরসাই‌কেল‌টি থা‌মি‌য়ে দিলীপ ও মিজানের শরীর তল্লা‌শি করা হয়। এসময় এসআই হা‌ফিজুর রহমান তার সঙ্গীয় ফোর্স তল্লা‌শি চা‌লি‌য়ে ওই দুইজ‌নের শরী‌রের ভিত‌রে লু‌কি‌য়ে রাখা দুই বোতল মদ জব্দ করে।

আটককৃতরা হ‌লেন কলাপাড়ার চিংগু‌রিয়া এলাকার মৃত নির্মল কুমার হাওলাদা‌রের ছে‌লে দিলীপ কুমার হাওলাদার ও কলাপাড়া শহ‌রের কুমারপ‌ট্টির ইউনুছ আলী তালুকদা‌রের ছে‌লে মিজানুর রহমান লিটন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply