কোনো নিয়ন্ত্রণ নেই পেঁয়াজের বাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। সকালে এক দাম-বিকেলে সেটা বেড়ে হচ্ছে আরেক দাম। অনেক জায়গায় খুচরা পর্যায়ে পেয়াঁজ বিক্রি হচ্ছে কেজি প্রায় আড়াইশ টাকা। এমন পরিস্থিতিতে চরম ক্ষুব্ধ অসহায় সাধারণ মানুষ।
পাইকারী বাজারে অভিযান চালিয়ে জেল-জরিমানা হলেও বাজারে তার প্রভাব নেই। কৃত্রিম সংকট তৈরি করে ফাঁয়দা নিচ্ছে একটি শ্রেণি, মনে করছেন ক্রেতারা। দেশি পেঁয়াজের দাম আজ কেজি প্রতি ২৩০ থেকে ২৪০ টাকা। রাজধানীতে আজ মিশর এবং মিয়ানমারের থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়।
বিক্রেতাদের দাবি, বাড়তি দামে কেনা বলেই বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে।
Leave a reply