দেশে থাকলেও নারীরা অন্ধকার ঘরে নির্যাতিত হতে পারে। তাই বিদেশে এ ধরনের ঘটনা স্বাভাবিক উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড.আব্দুল মোমেন।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসফে’র একটি সেমিনার শেষে সৌদি আরবে নারী শ্রমিকদের উপর নির্যাতন বিষয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা হবে না, তবে গৃহকর্মী খাতে পাঠানোর বিষয়টি সরকার নতুন করে চিন্তাভাবনা করছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, নারী কর্মীদের সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পাঠানোর আগে রেজিস্ট্রেশন করতে হবে। গত চার বছরে মাত্র ৫৩ জন নারী সেখানে মারা গেছে, এটি কোন বড় ঘটনা নয় বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে হইচই না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান একে আব্দুল মোমেন।
Leave a reply