এবার কার্গো উড়োজাহাজে করে আমদানি করা হচ্ছে পেঁয়াজ

|

সংকট মোকাবেলায় এবার পেঁয়াজ আমদানি করা হচ্ছে কার্গো উড়োজাহাজে।

রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার থেকে এই পেঁয়াজ আমদানি শুরু হবে। টিসিবি-এর মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে এবং এস আলম গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান মিসর, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করবে।

এ বিষয়ে সবধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পেঁয়াজ সংকট মোকাবেলায় দেশের গোয়েন্দা সংস্থা ও আইনশৃখংলা বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply