প্রায় ১২শ ট্রাভেল এজেন্ট বিদেশে নারী শ্রমিক পাঠায় কিন্তু কাকে কোথায় পাঠালো সে তথ্য মন্ত্রণালয়কে জানায় না বলেই বিদেশে নারী শ্রমিকদের মৃত্যুর বিষয়ে মন্ত্রণালয় অবগত থাকেনা।
শুক্রবার রাতে সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে অনির্বান শিল্পী সংগঠনের হেমন্ত উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এ বিষয়টি এখন মন্ত্রণালয়ের জন্য একটি ঝামেলা ও দুশ্চিন্তার বিষয় বলে সিলেটে যমুনা টিভিকে জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রবাসে ৬লক্ষ নারী শ্রমিক কাজ করে এর মধ্যে ৩ লক্ষই কাজ করে সৌদি আরবে আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা তথ্য অনুযায়ী গত চার বছরে ৫১ জন লাশ হয়ে দেশে ফিরেছেন। কি কারণে তাদের মৃত্যু হয়েছে আমরা জানি না। তবে কেউ কেউ বলছেন তারা অনেকেই আত্মহত্যা করেছেন। আর এবছর প্রায় ৮ হাজার নারী শ্রমিক ফিরেছেন। কিছু নারী সংগঠন দাবী করছেন বিদেশে নারী শ্রমিক বন্ধ করে দেয়ার জন্য তবে দেশের নীতি অনুযায়ী পুরুষ মহিলা কোন বিভেদ করবেনা মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, দেশে বা বিদেশে যারা বাসা বাড়িতে কাজ করেন তারা অনেকেই নির্যাতনের শিকার হন। আর বিদেশে ভাষাগত ও নিয়ম কানুনের জন্য আরও বেশি নির্যাতনের শিকার হন বলে মন্তব্য করেন মন্ত্রী।
Leave a reply