জিয়া অরফানেজ মামলার পরবর্তী শুনানি ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর

|

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর। টানা তিনদিনের যুক্তিতর্কের পর আদালত এই নতুন দিন ধার্য করেন। পাশাপাশি আত্মপক্ষ সমর্থনে দেয়া খালেদা জিয়ার লিখিত বক্তব্য গ্রহণ করেছেন আদালত।

আজও খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবী আবদুর রেজাক খান। গতকাল বুধবারও এই মামলায় যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। সেদিনও আবদুর রেজাক খান যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর আগে গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন-দুদক যুক্তিতর্কের শুনানি শেষ করে।

যুক্তিতর্কের শুনানি শেষে দুদক খালেদা জিয়াসহ অন্য আসামিদের সর্বোচ্চ সাজা চায়। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply