স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন আজ

|

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে প্রথম অধিবেশন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের সম্মেলনে ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর ও প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার। সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি সংগঠনের অব্যাহতি পাওয়া সভাপতি মোল্লা আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে।

বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হবে। এর আগে সম্মেলনের মাধ্যমে কৃষকলীগ ও শ্রমিক লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply