কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় এক নবদম্পতির বৌ-ভাতে পেঁয়াজ উপহার দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে কুমিল্লার সদর উপজেলার কালখাড়পাড় এলাকায় রিপন মিয়ার বাড়িতে ব্যতিক্রম এ ঘটনা ঘটে। এমন উপহার প্রদান করায় ওই এলাকায় ঘটনাটি রীতিমত বেশ সাড়া ফেলেছে। রাতে ৩২ সেকেন্ডের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার সৃষ্টি করে।
জানা যায়, গত শনিবার বিদ্যুৎ বিভাগের কর্মচারী ও কালখাড়পাড় এলাকার হাজী আব্দুর রহিমের ছেলে ইমদাদুল হক রিপনের বিয়ে হয়। শুক্রবার তার বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। দুপুরে রিপনের ৩ বন্ধু সহিদ, শিপন ও শাহজাহান ৫ কেজি পেঁয়াজ বাজার থেকে ১ হাজার টাকায় ক্রয়ের পর রেপিং করে ওই বাড়িতে দাওয়াত খেতে যায় এবং উপহার হিসেবে রেপিং করা পেঁয়াজের বাক্স প্রদান করে।
এসময় ওই অনুষ্ঠানে আসা অতিথিদের মাঝে বিষয়টি বেশ হাস্যরস তৈরি করে। অনেকে এ মুহূর্তটি ধারণ করতে কেউ ভিডিও আবার কেউ ছবি তুলে রাখে।
Leave a reply